অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুবাই থেকে কলকাতাগামী বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করার পরই সেখান থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হলো। যার বাজারদর ৮৭ লক্ষ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে শুল্ক দপ্তরের কাছে খবর ছিল যে গতকাল রাতেরবেলা যে ইন্ডিগোর বিমান-6E28 দুবাই থেকে কলকাতায় এসে পৌঁছেছে সেই বিমানের দুটি আসনের নীচে সোনা লুকিয়ে আনা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শুল্ক দপ্তরের আধিকারিকরা বিমানে তল্লাশি চালিয়ে স্ক্যানারের সাহায্যে ১৭ নম্বর ও ১৮ নম্বর সিটের নীচ থেকে সোনার বিস্কুট উদ্ধার করে। এই বিস্কুটগুলির ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। আপাতত এই সোনা বাজেয়াপ্ত করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
কিন্তু ওই আসনে বসে যে যাত্রীরা ফিরেছেন তাদের চিহ্নিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যে পুলিশ সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে।