নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সকালবেলা মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায় ধারের টাকা চাইতে গিয়ে দুই বন্ধুর মধ্যে বচসাকে কেন্দ্র করে দুই বন্ধু আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্তরা হলেন কুমারগঞ্জ এলাকার বাসিন্দা দুলাল শেখ ও জাহাঙ্গীর আলম। জানা যাচ্ছে যে জাহাঙ্গীর দুলালের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। এদিন সকালবেলা সেই টাকা চাইতে যাওয়ামাত্রই এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা চরমে ওঠে।
এই ঘটনায় দুলাল এবং জাহাঙ্গীর দুই জনেই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। এরপরই তড়িঘড়ি দুলাল ও জাহাঙ্গীরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বর্তমানে তারা সেখানেই চিকিত্সাধীন রয়েছেন।
ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে দিয়েছে।