নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ বড়দিনের ঠিক আগে বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গ্লেনারিজ। এই খবরে পর্যটকদের মধ্যে বিষন্নতা ঘিরে ধরেছে। ম্যাল লাগোয়া গ্লেনারিজের সাথে বাঙালীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফেলুদা আবেগও একটা বড়ো ব্যাপার। গ্লেনারিজ বারের সিজলার একবার দেখে ও চেখে নেওয়ার জন্যও অনেকেই ঢুঁ মারেন। গত সোমবার আবগারী দপ্তরের তরফে পরিদর্শনে এসেছিল। এরপর মঙ্গলবার তিন মাসের জন্য বার বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ‘অসঙ্গতি’ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

জেলার আবগারী আধিকারিক গৌতম পাখরিন এই প্রসঙ্গে জানান, ‘‘কিছু অসঙ্গতি মেলায় আপাতত তিন মাসের জন্য বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’’ তবে ঠিক কি ধরণের অসঙ্গতি মিলেছে, তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। গ্লেনারিজের মালিক তথা ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্টের নেতা অজয় এডওয়ার্ডস অবশ্য এই অভিযোগ নাকোচ করে পাল্টা অভিযোগ করেন, ‘‘যে কারণ দেখিয়ে গ্লেনারিজ বার বন্ধ করা দেওয়া হলো তার অনুমতি জেলা পুলিশের কাছে আগেই চাওয়া হয়েছিল। ওই অনুমতিপত্র পুলিশেরই আবগারী দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়ার কথা। কিন্তু এখন বলছে ফাইল হারিয়ে গিয়েছে। আসলে বার বন্ধ করাই উদ্দেশ্য।’’

সম্প্রতি অজয় এডওয়ার্ডস চুঙথাঙ চা বাগানে একটি সেতু তৈরীর জন্য টাকা দিয়েছিলেন। তারপরেই আবগারী দপ্তর সক্রিয় হয় বলে অভিযোগ তুলেছেন। পাশাপাশি সেতু তৈরীর কাজের সাথে যুক্ত গ্রামবাসীদের বিরুদ্ধেও ভুয়ো মামলা দেওয়া হয়েছে। অজয় এডওয়ার্ডসের সন্দেহ, জিটিএর উস্কানিতেই এই কাজ করা হয়েছে। উল্লেখ্য, গ্লেনারির বারের সামনে লেখা HOPE। মানে আশা। আবার পাহাড় জুড়ে সুর ছড়িয়ে পড়বে। টুংটাং গিটার আর পানীয়, সিজলারের মূর্চ্ছনায় হেসে উঠবেন সুরাপ্রেমীরা।
Sponsored Ads
Display Your Ads Here









