নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ বন্দে ভারত এক্সপ্রেসের পর সিউড়ি থেকে হাওড়াগামী হুল এক্সপ্রেসের কাচ পাথর দিয়ে ভেঙে ফেলা হলো। এই ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, হুল এক্সপ্রেসের দরজার কাচ ভাঙল কীভাবে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, প্রতিদিনের মতো রবিবারও বেলা ১ টা ৩০ মিনিট নাগাদ হুল এক্সপ্রেস সিউড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু পূর্ব রেলের অণ্ডাল-সাঁইথিয়া শাখার সিউড়ির পর দুবরাজপুর, পাণ্ডবেশ্বর ও উখড়া স্টেশন পার হতেই ঘটনাটি ঘটে। আচমকা খোলা দরজা দিয়ে একটি পাথর উড়ে এসে বন্ধ দরজার কাচ ভেঙে দেয়।

আচমকা ওই ঘটনায় যাত্রীরা চমকে উঠেন। অনেকে আবার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। যাত্রীদের কথায়, ‘‘সেই সময় কেউ কোনো ভাবে দরজার কাছে থাকলে মারাত্মক আহত হতে পারতেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টপাধ্যায় জানান, ‘‘কেউ চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল নাকি রেল লাইনে থাকা পাথর ছিটকে এসেছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ পাথর ছুঁড়ে থাকলে অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’’
Sponsored Ads
Display Your Ads Here