নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজার থানার বিনপাড়ায় এলাকায় এক গৃহবধূ পর পর দু’বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় দিনের পর দিন শ্বশুরবাড়ির ব্যাপক অত্যাচারের শিকার হতে হতো। আর গতকাল সমস্ত অত্যাচারের সীমা পার করে ওই গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা হাঁসুয়া দিয়ে কোপ বসিয়ে নির্মমভাবে নির্যাতন করলো।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, রাতেরবেলা ২২ বছর বয়সী অলোকা মণ্ডল নামে ওই গৃহবধূর বিকট আর্তনাদ শুনে এলাকাবাসীরা ছুটে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, অলোকা ঘরের মেঝেতে শুয়ে রীতিমতো কাতরাচ্ছেন। সারা শরীরে কালশিটে দাগ। আঘাত থেকে রক্ত বেরিয়ে আসছে।
এরপর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, প্রথমবার অলোকা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর এবারও কন্যা সন্তান হওয়ার পরে খুন করার চেষ্টা করা হয়।
পুলিশ অলোকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।
বর্তমান যুগে দাঁড়িয়েও কন্যা সন্তানকে নিয়ে এই ধরণের চিন্তাধারা অত্যন্ত নীচু মানসিকতার পরিচয়। যেখানে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার মেয়েদের সাহায্যের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প চালু করেছে সেখানে এই ধরণের ঘৃণ্য কাজ চরম নিন্দনীয় ঘটনা।