ICSE ও ISC পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে আজ ৩০ শে এপ্রিল আইসিএসই ও আইএসসির ফল প্রকাশ করা হয়। এবার দুই লক্ষেরও বেশী পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। দশম (ICSE) এবং দ্বাদশ (ISC) শ্রেণীর পরীক্ষায় পাশের হারে মেয়েরা ছেলেদের টেক্কা দিয়েছে।

চলতি বছর রাজ্যের ৪৩৫টি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল। রাজ্যে আইএসসি পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৫ শতাংশ। অর্থাৎ মোট ২৭ হাজার ৪৫৬ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৭১১ জন (৯৮.২০ শতাংশ) ও ছাত্রী ১২ হাজার ৭৪৫ জন (৯৯.৩৮ শতাংশ)। রাজ্যের অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ৩৩৩টি। আইসিএসইতে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ ও আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ।


পাশাপাশি আইসিএসইতে দেশ-বিদেশের অঞ্চলভিত্তিক পাশের হারে প্রথম স্থানে দেশের পশ্চিমাংশের রাজ্যগুলি এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ ভারতের রাজ্যগুলি আর আইএসসিতে দেশ-বিদেশের অঞ্চলভিত্তিক পাশের হারে প্রথম স্থানে দেশের দক্ষিণের রাজ্যগুলি ও দ্বিতীয় স্থানে দেশের পশ্চিমাংশের রাজ্যগুলি রয়েছে। আইসিএসইতে দেশ-বিদেশের মোট পরীক্ষার্থী ২ লক্ষ ৫২ হাজার ৫৫৭ জন ছিল। দেশ-বিদেশের পরীক্ষার্থী মিলিয়ে পাশের হার ৯৯.০৯ শতাংশ। অর্থাৎ ২ লক্ষ ৫০ হাজার ২৪৯ জন উত্তীর্ণ হয়েছে।
ও ২ হাজার ৩০৮ জন অকৃতকার্য হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫৬১ জন ছাত্র এবং ৭৪৭ জন ছাত্রী। আর আইএসসিতে দেশ-বিদেশের মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৫৫১ জন। দেশ-বিদেশের পরীক্ষার্থী মিলিয়ে পাশের হার ৯৯.০২ শতাংশ। অর্থাৎ ৯৮ হাজার ৫৭৮ জন উত্তীর্ণ হয়েছে। এবং ৯২৭ জন অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৭১৩ জন ছাত্র ও ২৬০ জন ছাত্রী রয়েছে। পরীক্ষার্থীরা cisce.org বা results.cisce.org-  ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পাবে। এছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে।

রেজাল্ট ডাউনলোড করতে রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিয়ে লগ ইন করতে হবে। এরপরে ক্যাপচা দিলেই ফলাফল দেখা যাবে। পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাসে দশম ও দ্বাদশ শ্রেণীর ইমপ্রুভমেন্ট পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা চাইলে সর্বাধিক দু’টি বিষয়ে ফের পরীক্ষা দিতে পারবে। কম্পার্টমেন্টাল পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে মূল পরীক্ষায় অনুপস্থিত থাকলে পরীক্ষার্থী ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে না। এছাড়া প্রতিটি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রার্থীদের দেড় হাজার টাকা দিতে হবে। আর আগামী ৪ ঠা মে’র মধ্যে আবেদন করতে হবে। সেটার ভিত্তিতে উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করে নয়া নম্বর জানিয়ে দেওয়া হবে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930