নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের মালম এলাকায় পরিবারের একমাত্র মেয়ের আত্মহত্যার জেরে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। মৃতের নাম জয়ন্তী। বয়স ১৯ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোরগোল ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, এদিন জয়ন্তী বিদ্যালয় না গিয়ে বাড়িতেই ছিল। দুপুরবেলা নিজের হাতে রান্না করে মা-বাবার সঙ্গে একসাথে খায়। এরপর নিজের ঘরে ঘুমাতে চলে যায়। কিন্তু সন্ধ্যে পেরিয়ে গেলেও মেয়ে না ওঠায় মা-বাবা দু’জনেই জয়ন্তীকে ঘরে ডাকতে গিয়ে আঁতকে চিৎকার করে ওঠেন। দেখেন, জয়ন্তী ঝুলন্ত অবস্থায় রয়েছে। এদিকে, দম্পতির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
তারপর বংশীহারী থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে বাড়িতে এসে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই কলেজ পড়ুয়া প্রেম ঘটিত কারণেই আত্মহত্যা করেছে। আপাতত পুলিশ মৃত্যুর কারণ জানতে পুরো ঘটনা ভালোভাবে খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here