চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। এবার রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে পুরোপুরি সরিয়ে দিল। আজ শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হচ্ছেন।
এখন গৌতম পাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে কর্মরত রয়েছেন। এত দিন আদালতের নির্দেশ অনুযায়ী রত্না বাগচী অন্তবর্তী সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছিলেন। তবে মানিক ভট্টাচার্য এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও এখনো অবধি মামলাটি বিচারাধীন রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে শিক্ষা দপ্তর ১১ জন সদস্যের একটি কমিটিও গঠন করে। এই ১১ জন সদস্যের যে অ্যাড হক কমিটি রাখা হয়েছে এর মধ্যে ভাষাশিক্ষিকা স্বাতী গুহ, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুরি, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকী দাশগুপ্ত ও অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here