নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর তারকেশ্বরের মুক্তারপুর এলাকায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হিমঘরের পাশের বাড়ির প্রৌঢ় এক মহিলার। মৃতের নাম শৈবা গড়াই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে শৈবা দেবী দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তারকেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তারকেশ্বর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। এছাড়া দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডারটি নিস্তেজ করে দেয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান পঙ্কজ কারক জানান, ‘‘দুপুরে অ্যামোনিয়া গ্যাস রিফিল করার সময় হঠাৎ করে একটি সিলিন্ডার ফেটে যায়। সেই সময় হিমঘরের শ্রমিকরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। নয়তো হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত।’’
এই ঘটনায় পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও হিমঘরে অনেক বার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।