চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী চার দিন গড়িয়াহাট উড়ালপুল স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ থাকবে। অর্থাৎ হুগলী রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা যাচাই করবে। এইচআরবিসি কর্তৃপক্ষ সেই কারণেই উড়ালপুল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্রবার রাতেরবেলা ১০ টা থেকে থেকে মঙ্গলবার ভোরবেলা ৬ টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। ওই সময়ের মধ্যে উড়ালপুল দিয়ে উত্তর ও দক্ষিণমুখী ট্র্যাফিক বন্ধ থাকবে। উড়ালপুলের পরিবর্তে যানবাহনগুলি গ়ড়়িয়াহাট রোড দিয়ে যাতায়াত করবে।
৩৭এ, ৮০বি, ২৩৪, ১৩সি/১ এবং এসি৫ নম্বরের বাসগুলি দেশপ্রিয় পার্ক মোড় থেকে ডান দিকে ঘুরে শরৎ বোস রোডের রাস্তা দিয়ে যাওয়ার পর এই বাসগুলি সাদার্ন অ্যাভিনিউ ধরে গোলপার্ক দিয়ে যাবে। আর এই রুটের বাসগুলি একই রাস্তা দিয়ে ফিরবে।
অন্য দিকে কসবার দিকে যাওয়া ও কসবা থেকে আসা মিনিবাস এবং একডালিয়ার মিনিবাসগুলি সুইনহো স্ট্রিট দিয়ে কর্নফিল্ড রোড ও রাসবিহারী অ্যাভিনিউ হয়ে বিজন সেতু হয়ে যাতায়াত করতে পারবে।
চারদিনের জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় এই উড়ালপুল বন্ধ থাকলে যানজট তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, গড়িয়াহাটে যানজট এড়াতে উড়ালপুল বন্ধ থাকাকালীন গাড়ি এবং বাস-মিনিবাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার জন্য খুব বেশী যানজট সৃষ্টি হবে না।