অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা থেকেই গড়িয়া মেট্রোতে গোলযোগ থাকায় সাময়িক মেট্রো চলাচল বন্ধ ছিল। কিন্তু দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল করবে বলে খবর ছিল। তবে সন্ধেবেলা হতেই অনির্দিষ্টকালের জন্য গড়িয়া মেট্রোস্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেকে ত্রুটি। বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় আপাতত নিরাপত্তার কারণে কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো হলো অন্যতম বিকল্প। কিন্তু এবার এই বিকল্প পথে বিপত্তি দেখা দিতেই যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code