নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ ১৭ ই নভেম্বর চারধাম যাত্রার শেষ দিন ছিল। চলতি বছর চারধাম যাত্রায় ৪৭ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এই পুণ্যযাত্রা শেষ হতেই চারধাম ও সংলগ্ন এলাকাগুলিতে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ১২ ই মে থেকে ১৭ ই নভেম্বর অবধি শুধু বদ্রীনাথেই ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ জন পুণ্যার্থী আর কেদারনাথে ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ জন পুণ্যার্থী এসেছিলেন। তবে এবার পুষ্কর সিংহ ধামির সরকার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। আর পরিচ্ছন্নতা নিয়েও পুণ্যার্থীদের মধ্যে প্রচার চালানো হয়। তাই চারধামকে বর্জ্যমুক্ত করতে পুণয্যাত্রা শেষ হতেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
‘পর্যাবরণ মিত্র’ এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। প্রশাসন সূত্রে খবর, পঞ্চাশ জনের একটি দল স্থানীয় প্রশাসনের সহযোগীতায় এই কাজ করছে। মূলত অষ্ট পথ, তপ্ত কুণ্ড, মানা গ্রাম, ব্রহ্ম কপাল ও মেন বাজার থেকেই দেড় টন বর্জ্য উদ্ধার হয়েছে।