চয়ন রায়ঃ কলকাতাঃ এক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে একদম স্বল্প খরচে শিক্ষার্থীদের Paramedical course করার সুযোগ এনে দিয়েছে G.D. Paramedical College. যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি Lab এর মাধ্যমে হাতেকলমে কাজ শেখানো হয়।
এছাড়া এখানে Paramedical College এর পাশাপাশি কর্ণধারের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য General College ও রয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চলার পথকে আরো সুগম করে তুলবে।
Sponsored Ads
Display Your Ads Here