স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন। নদীয়ার শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোটা ফলের দোকান ভষ্মীভূত হয়ে গেল। এই খবর পেতেই শান্তিপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
https://www.youtube.com/watch?v=ajbTk6lp8fE
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=qYDALyOsrZU
সূত্রের খবর, গতকাল রাত ১১ টা নাগাদ হঠাৎই নটরাজ হোটেল বিল্ডিং এর নীচে একটি ফলের দোকানে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুনে পুড়ে গোটা ফলের দোকান ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় কিছু লোকজন ফোন করে শান্তিপুর থানায় খবর দেয়। শান্তিপুর থানার পুলিশ এসে দমকল অফিসে খবর দেয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=78K2bFbw0bA
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে দমকল কর্মীরা জানান, “কোনো কারণে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান। কিন্তু অল্পের জন্য আশেপাশে দোকান গুলি বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে। কারণ আগুনের তীব্রতা এতটাই ছিল আশেপাশের দোকানগুলোতে আগুন লেগে যেতে পারতো। আগুনের শিখা ওপরে ওঠার কারণে হোটেল বিল্ডিং এর ক্ষতি হতে পারতো। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির অনুমান প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা বলে মনে করছেন দমকল কর্মীরা।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=qFCJjxrcKIQ
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।