নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ সাম্প্রতিককালে ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে একাধিক পরিবর্তন এনেছে। বিভিন্ন প্রিমিয়াম ট্রেনে আধুনিক ব্যবস্থা করা হয়েছে। পুরোনো ট্রেনও নতুন চেহারা নিচ্ছে। ট্রেনের বাথরুম নিয়ে যেসব অভিযোগ ছিল, সেগুলোও ধীরে ধীরে কমে গিয়েছে। তবে এবার রেল বিশেষ কিছু ট্রেনের জন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে ট্রেনের বাথরুমে গরম জলের ব্যবস্থা থাকবে।
সূত্রের খবর, কাশ্মীরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত করার জন্য ভারতীয় রেল জম্মু-কাশ্মীরের জন্য দু’টি বিশেষ ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। নতুন চালু হওয়া দু’টি ট্রেনের মধ্যে একটি ট্রেন দিল্লি থেকে শ্রীনগর অবধি চলবে। এই ট্রেনে বিশ্রামের জন্য বার্থ থাকবে। আর কোচ গরম রাখার জন্য হিটার বসানো হবে। আসলে শীতকালে প্রায়ই ট্রেনের ট্যাঙ্কগুলিতে জল জমে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে এইসব ট্যাঙ্কে হিটার বসানো হয়েছে। এছাড়া যাত্রীদের ঠান্ডার হাত রক্ষা করতে ট্রেনের টয়লেটে গরম বাতাসও সরবরাহ করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
দেশে প্রথমবার ট্রেনে এমন ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনের লোকোপাইলটের সামনে যে কাচটি বসানো হয়েছে, তাতেও হিটার থাকবে। ফলে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কাচ গরম থাকবে। বরফ জমবে না। এই ট্রেনে কোনো সেকেন্ড ক্লাস স্লিপার কোচ থাকবে না। এর আগে আশা করা হয়েছিল যে, কাশ্মীর রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। কিন্তু জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কাটরা থেকে বারামুল্লা অবধি বন্দে ভারত ট্রেন চালানো হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ট্রেন চালু হওয়ার পর কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত ২৪৬ কিলোমিটারের যাত্রাপথ যেতে মাত্র সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে। যেখানে বর্তমানে এই যাত্রা শেষ করতে দশ ঘন্টা সময় লাগে। ট্রেনটি আগামী মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই ট্রেনটি বরফে ঢাকা পাহাড় ও চেনাব নদীর ওপর দিয়ে তৈরী বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর (৩৫৯ মিটার উঁচু) উপর দিয়ে যাবে। সুতরাং এই যাত্রা যাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।
Sponsored Ads
Display Your Ads Here