নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ এবার বিহারে মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে। গতকাল বিহারের মন্ত্রীসভার অতিরিক্ত মুখ্যসচীব এই ঘোষণা করেছেন।
ঘোষণায় বলা হয়েছে, প্রথম বার যদি কোনো ব্যক্তি মদ্যপানরত অবস্থায় ধরা পড়েন তবে তাকে দু’হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যদি তিনি জরিমানা দিতে না পারেন সে ক্ষেত্রে ৩০ দিনের হাজতবাস করতে হতে পারে।
কিন্তু ওই ব্যক্তি আবার যদি একই অপরাধে দ্বিতীয় বার ধরা পড়েন তবে তাকে আর্থিক জরিমানা না করে এক বছর হাজতবাস করতে হবে।
উল্লেখ্য, বিহারে ২০১৬ সালের ১ লা এপ্রিল থেকেই সমস্ত ধরনের মদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে এর আগে প্রথম বার মদ্যপানের অপরাধীদের ৫০ হাজার টাকা অবধি জরিমানা করা হত। ২০১৮ সালের একটি আইন করে ওই প্রস্তাব আনা হয়। নতুন নিয়মে সেই শাস্তি কিছুটা শিথিল করা হয়েছে।