নিউজ ডেস্কঃ বেঙ্গালুরুঃ হঠাৎ টাকার প্রয়োজন পড়লে যেমন এটিএম থেকে টাকা তোলা যায়। তেমন এবার খিদে পেলে দোকান বা রেস্তোরাঁ বন্ধ থাকলেও এটিএম থেকেই খাবার পাওয়া যাবে। যা সত্যিই অবাক করা ঘটনা।
বেঙ্গালুরু নিবাসী শরণ হিরেমথ ও সুরেশ চন্দ্রশেখরন নামে দুই জন ব্যবসায়ী এমনই একটি যন্ত্র আবিষ্কার করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেঙ্গালুরু শহরে এমনই একটি স্বয়ংক্রিয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সেখানে গিয়ে অর্ডার করলেই গরম গরম ইডলি পাওয়া যাবে। আর পাশেই কিউআর কোড রাখা রয়েছে। শুধু ফোনে একবার স্ক্যান করলেই মেনু চার্ট পাওয়া যাবে। যেই মেনুতে কেবলমাত্র ১২ মিনিটে চাটনি এবং সম্বর সহ ৭২ টি ইডলি হাতে এসে পৌঁছাবে।