ফের তৃণমূলে ভাঙন

Share

অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ বড়োসড়ো ভাঙ্গন তৃণমূল কংগ্রেসে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন।

মঙ্গলবার বিকেলে অশোক বর্ধন গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন বিজেপিতে যোগদানকারী অশোক বর্ধনের হাতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন।

https://www.youtube.com/watch?v=cxt0T8sEzvQ


একুশের বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গঙ্গারামপুর টাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধনের বিজেপিতে যোগদানের ফলে গঙ্গারামপুর পৌরসভা এলাকায় বিজেপির সংগঠন এখন অনেকটাই শক্তিশালী ও মজবুত। এমনটাই দাবী বিজেপি নেতৃত্বের।

প্রসঙ্গত আগামী ২৬ শে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির নানান কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সেইসঙ্গে দলবদলের পালা লেগেই রয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। সেইমতো একুশের বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গঙ্গারামপুর টাউন সভাপতি অশোক বর্ধন তৃণমূল ছাড়লেন।


উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অশোক বর্ধন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। এই ঘটনার পরে বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর এই উভয় ঘটনার পরেই অশোক বর্ধন বিজেপি ছেড়ে ফের তৃণমূলের ফেরেন। আর অশোক বর্ধনকে তৎকালীন জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের দায়িত্বভার দেন।

এই ঘটনার প্রায় বছর খানেক পরে পুনরায় বিপ্লব মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলের ফেরেন।যার পরেই অশোক বর্ধন তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে থাকেন। এর পাশাপাশি তার বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদান করতেই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অশোক বর্ধন।
অপরদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতেই তাকে ধান্দাবাজ বলে কটাক্ষ করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930