নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের আরবল্লী জেলার মোদাসার কাছে মোদাসা-ধানসুরা রাজ্য সড়কে হঠাৎ রোগী সমেত একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে যাওয়ার সময় তাতে আগুন লেগে এক সদ্যোজাত সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আর ২ জন আহত হয়েছেন। শিশু সহ মৃতরা হলো চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া, ২৩ বছর বয়সী এক জন নার্স ও শিশুর বাবা ৩৮ বছর বয়সী জিগনেস মোচি। আহতরা হলো অ্যাম্বুল্যান্সের চালক অঙ্কিত ঠাকুর এবং শিশুটির দুই আত্মীয়।

জানা গেছে, মাত্র এক দিন আগে শিশুটির গুজরাটের একটি সরকারী হাসপাতালে জন্ম হয়েছিল। কিন্তু জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ ছিল। তাই অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই অ্যাম্বুলেন্সে আগুন লাগে। এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি পেট্রোল পাম্পের কাছে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। তবে আগুন লাগলো কিভাবে? তা সঠিক ভাবে জানা যায়নি। এদিকে, পুলিশ কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি ফরেন্সিক এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।










