ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলায় ৪ জন পাকিস্তানের সেনা নিহত হয়েছে। আর ১৫ জন আহত নাগরিক হয়েছেন। ঘহামলা শুক্রবার ভোরে। জঙ্গিরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সজোরে সেনা শিবিরের দেওয়ালে ধাক্কা মারে। যার জেরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর পরে অস্ত্র-সহ জঙ্গিরা সেনা ছাউনির ভিতরে ঢোকার চেষ্টা করলে সেনাদের সঙ্গে শুরু হয় তুমুল গুলির লড়াই।

সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আশেপাশের এলাকার একাধিক বাড়ি ধসে পড়েছে এবং একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। পাক সেনাবাহিনীর তরফে এ প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,হামলাকারী তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু পাক নাগরিক আহত হয়েছেন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন পাক সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসন। আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার না করেননি। তবে পাকিস্তান সেনা বাহিনী এই ঘটনার জন্য পাকিস্তানি তালেবানকেই দায়ী করেছে। পাকিস্তানের সেনা বাহিনীর দাবি, এই হামলার ছক কষা হয়েছে আফগানিস্তান থেকে। এই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত আফগান তালেবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। পাকিস্তান সরকার আফগান প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। যদিও কাবুল বরাবরই দাবি করে আসছে, তারা তাদের দেশ থেকে অন্য কোনও দেশে হামলা চালাতে দেয় না।
Sponsored Ads
Display Your Ads Here









