নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ দুপুরবেলা পশ্চিম বর্ধমানের কাঁকসার রাইস মিল রোডে পরিত্যক্ত চার চাকা গাড়ির ভিতরে খেলতে গিয়ে ৪ জন শিশু আগুনের লেলিহান শিখায় ঝলসে গেল। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা একেবারে শোকস্তব্ধ। মৃতরা হলো ৭ বছর বয়সী গোলু সিংহ, শিবা সিংহ, অরুষ সাও ও পুরবা সাও।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গোলু, শিবা, অরুষ এবং পুরবা পরিত্যক্ত গাড়িতে উঠে খেলা করছিল। আচমকা ওই গাড়িতে আগুন লেগে যাওয়ায় তারা ভিতরেই আটকে পড়ে। এরপর শিশুদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে যান। কিন্তু ততক্ষণে গোলু, শিবা, অরুষ ও পুরবা সকলে আগুনে একেবারে ঝলসে গিয়েছে। তারপর এলাকাবাসীরা তাদের প্রথমে স্থানীয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
পরে দু’জনের শারীরিক অবস্থার অবনতির জন্য এক জনকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে এবং অন্য এক জন শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আর যে ব্যক্তি তাদের উদ্ধার করেছিলেন, তিনিও অসুস্থ হয়ে পড়ায় তাকেও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, গাড়িতে আগুন লেগেছে কিভাবে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here