নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও রাজ্যে নারী সুরক্ষার দাবীতে আজ জেলা বিজেপির তরফে জেলাশাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। আর এই অফিস ঘেরাও অভিযান থেকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ২২ জন গ্রেফতার হলেন। এদের মধ্যে সাত জন মহিলা এবং পনেরো জন পুরুষ ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সাগরদিঘী উত্তপ্ত হয়ে উঠলো।
এদিন ওই সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, মালতি রাভা প্রমুখের নেতৃত্বে জেলাশাসকের দপ্তরের দিকে মিছিল এগোচ্ছিল। ক্রমশ জেলাশাসকের দপ্তরের দিকে মিছিল এগোলে পুলিশ বাধা দেয়। নিশীথ প্রামাণিকের সাথে পুলিশের বচসাও হয়। এমনকি ডিএসপি চন্দন দাস, অতিরিক্ত ডিএসপি কৃষ্ণগোপাল মিনা এবং আইসি তপন পালের সাথে কথা কাটাকাটি, ঠেলাঠেলি অবধি গড়িয়েছিল।
তখনই তাঁকে পুলিশ গ্রেফতার করে এসপি অফিসে নিয়ে চলে যায়। এরপর মুহূর্তের মধ্যে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাও বেড়ে যায়। কিন্তু বিজেপি নেতৃত্ব ওই বাধা কেটে শ্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এদিকে আন্দোলনকারীরা পুলিশ সুপারের অফিসে ইটবৃষ্টি শুরু করলে পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সব মিলিয়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছে।