প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Share

নিজস্ব সংবাদদাতাঃ নিউ দিল্লিঃ আজ ৯টা ৫১ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের অর্থনৈতিক উদারীকরণের জনক মনমোহন সিংহ দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালীন বয়স ৯২ বছর হয়েছিল। বয়সজনিত নানা অসুস্থতাও ছিল। মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী হাসপাতালে পৌঁছে যান। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নড্ডাও পৌঁছে গিয়েছেন।

এমসের তরফে জানানো হয়েছে, এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী আচমকা বাড়িতে অচেতন হয়ে পড়তেই রাতেরবেলা ৮টা ৬ মিনিটে দিল্লি এমসের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সবরকম চেষ্টার পরেও মনমোহন সিংকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতির থেকে দূরেই ছিলেন। ২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রন্ত হন। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। তবে তখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এরপর থেকে শরীর কমবেশী অসুস্থ ছিল। চলতি বছরের জানুয়ারী মাসে নিজ কন্যার একটি বই প্রকাশ অনুষ্ঠানে শেষ বার জনসমক্ষে দেখা গিয়েছিল।


উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল অবধি দশ বছর মনমোহন সিং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরে ২০১৪ সালে ইউপিএ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে পরাজিত হলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন। এছাড়া, ১৯৮২ সালের ১৬ ই সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ ই জানুয়ারী পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকেছেন। পাশাপাশি মনমোহন সিং পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন। চলতি বছরেই তাঁর রাজ্যসভার সাংসদ কালের মেয়াদ শেষ হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930