অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল সন্ধ্যায় চেন্নাইতে নাগাল্যান্ডের রাজ্যপাল তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গনেশন প্রয়াত হলেন। মৃত্যুকালীন বয়স ৮০ বছর হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লা গনেশনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
জানা গেছে, গত ৮ ই আগস্ট লা গনেশন বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। এরপর অচৈতন্য অবস্থায় বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছিল। সার্জারীও করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।” এছাড়া জাতির উন্নয়নে কাজ করেছেন কিভাবে সে কথাও উল্লেখ করে লিখেছেন, “তিনি তামিলনাড়ু জুড়ে বিজেপির বিস্তারে সাহায্য করেছেন। তামিল সংস্কৃতির প্রতিও তাঁর গভীর ভালবাসা ছিল।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, তামিলনাড়ুর থাঞ্জাভুরে লা গনেশনের জন্ম। প্রথম আরএসএসের সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরে বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে রাজ্যসভার সাংসদও হয়েছেন। দক্ষিণ ভারতে বিজেপির বিস্তারে লা গনেশনের বিশেষ ভূমিকা রয়েছে। আর ২০২১ সাল থেকে ২০২৩ সাল অবধি মণিপুরের রাজ্যপাল ছিলেন। ওই সময় ২০২২ সালের জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। পরে ২০২৩ সালের ২০ শে ফেব্রুয়ারী নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন।