নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ ছত্রিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে গ্রেফতার হয়েছেন। আবগারী দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় এই গ্রেফতার হয়েছে। আজ সকালেই ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালায়। 

ইডির অভিযোগ, “২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্য়ে কংগ্রেস জমানায় এই রাজ্যে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি হয়েছিল। এতে বিপুল ক্ষতি হয়েছিল। চৈতন্য বাঘেল এই দুর্নীতির অংশীদার ছিলেন।” এবার আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে নতুন প্রমাণ হাতে আসতেই এদিন ইডি ছত্রিশগঢ়ের দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দেয়। এই বাড়িতে চৈতন্য বাঘেলও থাকেন। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করা হয়। 

এই মামলায় গত জানুয়ারী মাসে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমা, রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখনো অবধি ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, এদিন চৈতন্য বাঘেলের জন্মদিন ছিল। আর এদিনই গ্রেফতার হওয়ায় ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে জানান, “মোদী এবং শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনো গণতন্ত্রে কেউ দিতে পারবে না। দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা এবং অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।” 

				
								
															











