নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ঘোষণা করেন যে, “তিনি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বেন না”। কিন্তু এই সিদ্ধান্তের কারণ জানা যায়নি।
অখিলেশ যাদব এও জানিয়েছেন যে, “তিনি না লড়লেও তাঁর দল রাষ্ট্রীয় লোক দলের সাথে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে”। যদিও এখনো অবধি দু’দলের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি।
তবে এর আগেও কখনো অখিলেশ যাদব উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। এদিকে মে মাসে উত্তরপ্রদেশে ব্লক পঞ্চায়েতে বিজেপি বিপুল ভাবে পরাজিত হয়েছিল। আর কিছুটা অপ্রত্যাশিত ভাবেই সমাজবাদী পার্টি ভালো ফলাফল করে।
অথচ অখিলেশ যাদবের দলকে মে মাসের সেই জয়কে বিধানসভা ভোটে কাজে লাগাতে দেখা যায়নি। যেখানে করোনা মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাকে অস্ত্র করে এবং ব্লক পঞ্চায়েতে মানুষের প্রকাশ্য ক্ষোভকে কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা সেখানে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতেও দেখা যায়নি।