নিজস্ব সংবাদদাতাঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা আজ তৃণমূলে যোগ দিলেন। সামনেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। তার আগে জন বার্লার এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ছিলেন। তবে গত লোকসভা ভোটে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সাথে দূরত্ব বাড়তে থাকে। দিল্লি থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে অভিমানের বরফ যে গলেনি, তা গত জানুয়ারী মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারী অনুষ্ঠান মঞ্চে জন বার্লার উপস্থিতি দেখে বোঝা গিয়েছিল। আর এদিন কলকাতায় আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন।
এদিন জন বার্লা তৃণমূলে যোগ দিয়ে জানান, ‘‘ছ‘-সাত মাস ধরেই কথা চলছিল। দিদিও ফোন করে কাজ করতে বলেছিলেন। আমি চা বলয় থেকে গিয়ে যখন মন্ত্রী হলাম, প্রত্যেকটা কাজে আমাকে বাধার মুখে পড়তে হতো।‘‘ এই প্রসঙ্গে তাঁর মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। এছাড়া এও বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী জনবিকাশ প্রকল্পে ১৬০ কোটি টাকার হাসপাতাল করতে চেয়েছিলাম। আমাকে আমার দলের লোক কাজ করতে দেয়নি। এখান থেকে দিল্লিতে ফোন করে আমাকে আটকানো হয়। এভাবে উন্নয়নের কাজ আটকালে ওই পার্টি কে করবে? ওই দলে থেকে কি করব?’’
জন বার্লার দাবী, ‘‘বিজেপি চা বাগানের মানুষের ভোটে জয়ী হলেও, তাদের জন্য কিছুই করেননি।’’ বরঞ্চ মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘বিজেপিকে ভোটে জেতাল, কিন্তু ওরা এক ইঞ্চি জমি দিল না। অথচ দিদি পাঁচ ডেসিমেল জায়গা দিয়েছেন। চা বাগানে আমাদের জায়গা তো মিলেছে। আগামীদিনে মুখ্যমন্ত্রীর সাথে চা বাগান নিয়ে বসব।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানিয়েছেন, ‘‘দলবদলের পর প্রাক্তন সাংসদ আইপ্যাকের তৈরী করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলছেন। গত এক বছরে তিনি শাসকদলের সাথে যেমন কথা চালিয়ে গিয়েছিলেন, তেমনই আমার সাথে ব্যক্তিগত ভাবে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাই তাঁর মতো রাজনৈতিক ব্যক্তির অভিযোগের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়।’’
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জন বার্লা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে দু’লক্ষের বেশী ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে সরিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের চার জন সংসদ সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা দেয়। তখনই জন বার্লা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভায় প্রার্থীবদল করলে জন বার্লার পরিবর্তে মাদারিহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গাকে টিকিট দেওয়া হয়। আর ব্যবধান কমলেও ওই আসন থেকে জয়ীও হন।
Sponsored Ads
Display Your Ads Here