নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাতেরবেলা গয়েরকাটা থেকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ওঠার রাস্তায় একটি রোগী বহনের গাড়িতে রোগীর পরিবর্তে পর পর বিদেশী মদের বোতল সাজানো রয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ এলাকাবাসী থেকে পুলিশ সকলেরই।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির দিকে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সটি ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পড়ে। গভীর রাতেরবেলা রাস্তার ধারে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলবশত কয়েক জন এলাকাবাসী সেখানে জড়ো হন।
এরপর ওই গাড়ির কাছে যেতেই এক জন মহিলা সহ পাঁচ জন অ্যাম্বুল্যান্সটি থেকে নেমে দৌড়ে তড়িঘড়ি অন্য একটি গাড়িতে উঠে যান। ফলে সন্দেহ বাড়তে কয়েক জন এলাকাবাসী ওই অ্যাম্বুল্যান্সটির ভিতরে উঁকি দিয়ে দেখেন বোতল বোতল বিদেশী মদ সাজানো রয়েছে।
তারপর ওই এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটিকে ধূপগুড়ি থানায় নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছেন। এর পাশাপাশি এত মদ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর ওই গাড়িতে ছিলেন? তা তদন্ত করে দেখা হচ্ছে।