নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো দশ লক্ষ টাকার বিদেশী সিগারেট। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর সময় চারটি বড়ো ব্যাগ ভর্তি সিগারেট নজরে আসতেই ওই যাত্রীকে আটক করেছেন।
রেল সূত্রে খবর, প্রতিদিনের মতো আরপিএফ আধিকারিকরা নিয়ম মেনে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশির সময়েই ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চারটি ট্রলিব্যাগ উদ্ধার হয়। সেগুলি খুলতেই থরে থরে সিগারেটের বাক্স বেরিয়ে আসে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
আরপিএফের এক জন আধিকারিক জানান, “সিগারেট ভর্তি ট্রলির মালিক মুম্বইয়ের বাসিন্দা নুরুদ্দিন শেখ নামে এক যাত্রী। নুরুদ্দিন কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code