নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ এই ঘটনা মানুষের মানবিকতাকেও হার মানাবে। যেখানে দেখা যাচ্ছে, আগে আগে অ্যাম্বুল্যান্স আর সেটিকে অনুসরণ করে একটি ঘোড়া পিছনে দৌড়াচ্ছে। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুরবাসী। তবে ইতিমধ্যে এই বিরল দৃশ্য এখন নেটমাধ্যমে ভাইরাল।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক জন বাসিন্দা রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ামাত্র পশু উদ্ধারকারী সংস্থার স্বেচ্ছাসেবীরা সেই খবর পেয়ে ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এর ঠিক পরের মুহূর্তে দেখা যায় একটি ঘোড়া অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে ছুটছে। আর তা দেখে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্সের গতি একটু কমান। এরপর প্রায় আট কিলোমিটার ঘোড়াটি অ্যাম্বুলেন্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে জানা গিয়েছে যে, আহত ঘোড়াটি ওই ঘোড়ার সঙ্গী। তাই আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর ওই জন্যই অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর আহত ঘোড়ার চিকিৎসা চলাকালীন ওই ঘোড়াটিকেও হাসপাতাল চত্বরেই রাখা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে বন্ধুত্বের এক নিদারুণ নিদর্শন বলে নামাঙ্কিত করেছেন।