প্রায় সকলেই বাস্তুশাস্ত্র মেনে বাড়ি তৈরী করেন। এমনকি বাড়ির কোথায় কোন জিনিস থাকবে তাও অনেকে বাস্তুশাস্ত্র মেনেই করে থাকেন। কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যা বাড়িতে রাখলেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যেমন- বাড়িতে সাতটি সাদা ঘোড়ার ছবি রাখলে তা শুভ বলে মনে করা হয়। এই ছবিকে একসাথে সম্পদ, সৌভাগ্য ও উন্নতির প্রতীক হিসাবে ধরা হয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সাতটি সাদা ঘোড়ার ছবি বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। জীবনের প্রতিটা পদে উন্নতির ক্ষেত্রে সহায়কের ভূমিকা নেয়। তবে ঘরের যেকোনো প্রান্তে এটা রাখলে ফল পাওয়া যাবে এমনটা নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, সাতটি সাদা ঘোড়ার ছবি পূর্ব দিকের দেওয়ালে রাখলে কর্মজীবনে উন্নতি এবং সমাজে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বাড়তে থাকে। আর দক্ষিণ দিকের দেওয়ালে রাখলে খ্যাতি ও সামগ্রিক সাফল্য পাওয়া যায়।
বিশ্বাস করা হয়, সাতটি ঘোড়া সূর্যের প্রতীক। সূর্য এবং ঘোড়া একইসাথে সাফল্যের প্রতিনিধিত্ব করে থাকে। কিন্তু ছবি কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে যে, ঘোড়াগুলির রঙ যেন সাদা হয়। কোনো লাগাম না থাকে। মুখ যেন স্পষ্ট দেখা যায়। তাদের দেখে যেন মনে হয়, আনন্দে ছুটে আসছে। এছাড়া যদি সূর্যদয়ের মুহূর্ত থাকে তাহলে তো আরোই ভালো।
Sponsored Ads
Display Your Ads Here