রামলালার পুজো শুরু হতেই আকাশ থেকে নেমে এল পুষ্প বৃষ্টি
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের অযোধ্যার নব নির্মীয়মাণ রাম মন্দিরে পুজো শুরু হতেই আকাশ থেকে সারি সারি পুষ্প বৃষ্টি হতে শুরু করে। এজন্য আগে থেকেই আকাশে একাধিক আর্মি হেলিকপ্টার উড়ছিল। মন্দিরের পুজো সূচনার সবুজ সঙ্কেত পেতেই আর্মি হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি নেমে আসতে থাকে। মুহূর্তের মধ্যেই মন্দিরের দুধ সাদা মার্বেল চত্বর রাশি রাশি ফুলে ঢাকা পড়ে।
পুষ্প বৃষ্টি চলাকালীন ত্রিশ জন শিল্পী বিভিন্ন ভারতীয় বাদ্যযন্ত্র বাজাচ্ছিলে। শুভ মুহূর্তে বাজানোর জন্য প্রত্যেক অতিথির হাতে ঘণ্টা দেওয়া হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাধারণত, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সাতটি আধিবাস থাকে। ন্যূনতম তিনটি আধিবাস করতে হয়। ১২১ জন আচার্য অনুষ্ঠান পরিচালনা করছেন। গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় অনুষ্ঠানের পরিচালনা করছেন। প্রধান আচার্য হিসেবে কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।