নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ একে তো করোনা এর উপর ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে বৃষ্টি। এই দু’য়ের ধাক্কায় জেরবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বড়জোড়া ও পানর ডাঙ্গরের ফুলচাষীরা।
বড়জোড়া এবং পানর ডাঙ্গরের বেশীরভাগ মানুষ ফুল চাষ করে তাদের জীবিকা উপার্জন করে। কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ফুলচাষীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বড়জোড়া ও পানর ডাঙ্গরে বিঘার পর বিঘা উৎপাদিত গাঁদা ফুল গাছ নষ্ট হতে চলেছে।

- Sponsored -
একদিকে চলতি বছরে করোনা সংক্রমণে লাগাম টানতে সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউনের জেরে উত্সব-অনুষ্ঠানও প্রায় থমকে গেছে। এর ফলে বাজারেও তেমন ফুলের চাহিদা নেই। অন্যদিকে ঘূর্ণিঝড় যশ এর তুমুল জেরে প্রবল বৃষ্টিপাতে প্রায় পাঁচশো বিঘার মতো গাঁদা ফুল গাছ নষ্ট হয়ে গেছে।
ফুলচাষী কার্তিক যোগী এবং ভৈরব চন্দ্র জানালেন, “রাতের বৃষ্টি ফুল একদম সহ্য করতে পারেনা। আর এই যশের কারণবশত বৃষ্টিতে এলাকার প্রায় ১৫০ বিঘা জমির ফুল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আগে যেখানে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে ফুল বিক্রি করা হতো এখন সেখানে প্রতি কেজি ১০ টাকাতেও ফুল বিক্রি হচ্ছে না”।