পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গত রবিবার ভারতীয় জলসীমানায় আচমকা ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে বাংলাদেশী নৌসেনার জাহাজ ধাক্কা মারতেই ট্রলারটি তলিয়ে যায়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তৎপরতায় ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো পাঁচ জন মৎস্যজীবী নিখোঁজ। মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের বাসিন্দা মতি দাস, দিলীপ দাস, রঞ্জন দাস, সঞ্জীব দাস ও রাজদুল আলি শেখ।

জানা যাচ্ছে, নামখানা থেকে ষোলো জন মৎস্যজীবী পারমিতা-১১ নামে একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তখন বাংলাদেশের নৌসেনার একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা মারে। এরপর ট্রলারটি ডুবে যায়। তবে পাশের ট্রলার ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তৎপরতায় এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ট্রলারের মাঝি রাখাল দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এখনো নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ পাওয়া না গেলেও তল্লাশি জারি রয়েছে। এদিন নিখোঁজ মৎস্যজীবীদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতেই জানান, “আমরা আমাদের বাড়ির লোককে চাই। আর কিছু চাই না।”। পাশাপাশি উদ্ধার হওয়া মৎস্যজীবীরা এই ঘটনায় যথাযথ বিচারের দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









