চয়ন রায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর মাত্র দু’তিন ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। আর পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সাথে হাড়হিম করা হাওয়া বইছে। আবার কোনো কোনো জেলায় কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড অবধি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার কারণে রাতের তাপমাত্রা তিন ডিগ্রী থেকে চার ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে। একইসাথে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। ফলে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কিন্তু মকর সংক্রান্তির আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ কনকনানি ঠান্ডায় কেঁপেছে। তবে সেই ঠান্ডাও ঘূর্ণাবর্তের কারণে ক্ষণস্থায়ী হয়েছে।