নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম জানান, “মালগাড়িটি আসাম থেকে আসছিল।”
সূত্রের খবর, হঠাৎ স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা একেবারে উল্টেপাল্টে রয়েছে। এদিকে, রেল দপ্তরের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। প্রাথমিক ভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই মালগাড়িতে কোনো পণ্য ছিল না। কিন্তু এই দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গগামী ও উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা এই প্রসঙ্গে বলেন, “দুর্ঘটনার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। আর লাইন মেরামতির কাজও শুরু হয়েছে। খুব দ্রুত ওই স্টেশনেও ট্রেন চলাচল শুরু হবে।”
Sponsored Ads
Display Your Ads Here