মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় চুরি করে মাছ ধরতে বারণ করায় মাছ চাষির পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে দেওয়ার অভিযোগ। কয়েক লক্ষ টাকার ক্ষতি। যার জেরে মাথায় হাত মাছ চাষির। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানায় সকলে। ঘটনাটি নিশ্চিন্তপুর এলাকার। মাছ চাষি কাদিরুল ইসলাম বহুদিন ধরে মাছ চাষ করে তাঁর জীবন জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামেই কামালউদ্দিন নামে এক যুবক তাঁর পুকুর এবং পাশের পুকুর থেকে ছিপ দিয়ে মাছ চুরি করছিল বলে অভিযোগ তাঁর।
এরপর কাদিরুলকে দেখতে পেয়ে তাঁকে বারণ করেন। গ্রামবাসীকেও বিষয়টিকে জানান। তা নিয়ে একপ্রস্ত কাদিরুল ইসলামের সঙ্গে কামালউদ্দিনের প্রচণ্ড বচসা হয়। অভিযোগ, কামালউদ্দিন তখনই হুমকি দেয় মারধর করার এবং তাঁর ক্ষতি করার। এরপর গতকাল রাতে তার পুকুরে বিষ দিয়ে দেয়। কুকুরে যত মাছ ছিল সব মরে ভেসে ওঠে। যা দেখে রীতিমতো কাদিরুল ইসলাম ও তার পরিবার ভেঙে পড়েছে।
কাদিরুল ইসলামের দাবি, গ্রাম থেকে টাকা ধার নিয়ে তিনি এই মাছের চাষ করেছিলেন। নিজের পুকুর নেই, তাই সে অন্যের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছেন।মাছ বড় হলে সেই মাছ বিক্রি করে ধারের টাকা শোধ করেন। এই ভাবেই তিনি সংসার চালান। গোটা ঘটনায় বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। কাদিরুল বলেন, “ও তো আগেই বলেছিল আমার ক্ষতি করে দেবে। আমরা প্রতিবাদ করায় ওর সঙ্গে আমার মারপিট পর্যন্ত হয়। আমি নিশ্চিত ও আমাদের মাছ মেরে ফেলেছে।”
Sponsored Ads
Display Your Ads Here