Indian Prime Time
True News only ....

ফের পুরশাসক পদে বসছেন ফিরহাদ হাকিম

- sponsored -

- sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ বছরের জন্য ফিরহাদ হাকিমের নাম কলকাতার নতুন মেয়র হিসেবে নিযুক্ত করলেন। ও মালা রায়কে পুরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো। আর সুব্রত বক্সীকে তৃণমূলের রাজ্য সভাপতির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষিত করা হলো।

এছাড়া অতীন ঘোষ হলেন ডেপুটি মেয়র। ১৩ জন মেয়র পরিষদের সদস্য হলেন বাবু বক্সী, জীবন সাহা,  তারক সিং, সন্দীপন সাহা, দেবাশিস কুমার, রাম পিয়ারী রাম, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন ববি, দেবব্রত মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, মিতালী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায়।

কলকাতার মহানাগরিক পদে বসেই ফিরহাদ হাকিম বলেন, “জীবন যদি যায় যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না। এতদিন তাঁর আদর্শ ও বিশ্বাস নিয়েই পুরবোর্ড চলেছে। এরপরও চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে শুধু কাজ করে যাব। আমৃত্যু তাঁর বিশ্বাসের মর্যাদা দিয়ে তিনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব”।

একই সঙ্গে ১৬ টি বরোর চেয়ারম্যানের নামও ঘোষণা করলেন। ১ নম্বর বরো কমিটির দায়িত্বে তরুণ সাহা, ২ বরো সামলাবেন শুক্লা ভোঁড়, ৩ বরো অনিন্দ্যকিশোর রাউত, ৪ বরোয় সাধনা বোস, ৫ বরো রেহানা খাতুন, ৬ বরো সানা আহমেদ পাচ্ছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

৭ বরো সুস্মিতা ভট্টাচার্য, ৮ বরো চৈতালী চট্টোপাধ্যায়, ৯ বরো দেবলীনা বিশ্বাস, ১০ বরো জুঁই বিশ্বাস, ১১ বরো তারকেশ্বর চক্রবর্তী, ১২ বরো সুশান্ত ঘোষ, ১৩ রত্না শূর, ১৪ বরো সংহিতা দাস, ১৫ বরো রঞ্জিত শীল এবং ১৬ বরো সুদীপ পোলে থাকছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরী করি সেদিন আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরী করেছি। অনেকের কুৎসা ও চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে”।

“তাছাড়া বাদ বাকি অনেক গুরুত্বপূর্ণ কাউন্সিলররা আছেন। ধীরে ধীরে আমরা পারফরম্যান্স দেখব। আমরা কাজের রিভিউ করব। যারা ভাল কাজ করবেন ভাল পাবেন। যারা ভাল কাজ করবেন না তাদের জন্য দল সিদ্ধান্ত নেবে। দলের উপর বিশ্বাস রাখুন সব হবে। ব্যক্তিগত লবি নয়। একটাই লবি, দল একটাই। আমাদের সবার নেতা কিন্তু জোড়া ফুলটাই। জোড়া ফুলের নেতা মা মাটি মানুষ”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored