অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পাঁচ মাসের ব্যবধানে আজ ফের কসবার অ্যাক্রোপলিস মলে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলের ফুড কোর্টের একটি দোকানের রান্নার জায়গা থেকে আগুন ছড়ায়। তবে কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়।
জানা গেছে, এদিন আগুন ছড়ানোর আগেই দোকানের কর্মীরা তৎপর হয়ে যান। অন্যান্য কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানান, “ওই দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে শপিং মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
কিন্তু আগুন লেগেছে কিভাবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে, অগ্নিকাণ্ডের পরে শপিং মল কর্তৃপক্ষ ফুড কোর্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত জুন মাসে এই মলে অগ্নিকাণ্ডের পর আবার এদিনের ঘটনায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।