চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সাতসকালে নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকার একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গোডাউনের ভিতরে থাকা সব কিছু আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বাসিন্দারা গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করতেই বাসিন্দারা প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে দমকল বিভাগেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই ন’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ঘন জনবসতি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়। দমকল কর্মীদের পাশাপশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল কর্মীদের তরফে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও দীর্ঘ সময় ধরে গোটা এলাকা জল দিয়ে ঠান্ডা করার কাজ চালানো হয়। দমকল কর্মীরা জানাচ্ছেন, “গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরণের দাহ্য পদার্থ মজুত থাকায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।” তবে বন্ধ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিভাবে তা স্পষ্ট না হলেও অগ্নিকাণ্ডের কারণ জানতে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আগুন লাগার ক্ষেত্রে গোডাউনের মালিকের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here