Indian Prime Time
True News only ....

ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে লাগলো আগুন ও চললো ভাঙচুর

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের দু’নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায় তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগ, “পার্টি অফিসে আগুন লাগানোর আগে পার্টি অফিসের মধ্যে থাকা দলীয় নেতৃত্বের ছবি ছিঁড়ে ফেলা হয়। ভিতরে যে কেরাম বোর্ডও ছিল। সেটিও ভেঙে খালে ফেলে দেওয়া হয়।” স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে।” উত্তর কাশিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। আর কিছু সময়ের মধ্যেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেন। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। আর বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

এদিকে এই ঘটনায় তৃণমূলের তরফে আইএসএফের দিকে আঙুল তোলা হলেও আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলছেন, “আইএসএফের দুষ্কৃতীরা বারবার এই কাণ্ড করছে। আগেও এই পার্টি অফিসকে টার্গেট করা হয়েছিল। গতকাল রাতে এখানে আগুন লাগানো হয়েছে।” অন্যদিকে, দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে ঘুটিয়ারি শরিফে নারায়ণপুর অঞ্চলের তৃণমূলের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গী আজিজুল লস্করকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Get real time updates directly on you device, subscribe now.