নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ গতকাল গভীর রাতেরবেলা ঝাড়খণ্ডের বোকারোর ইস্পাত কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এই কারখানাটি রাষ্ট্রয়ত্ত সংস্থা ‘সেলের’ (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড) মালিকানাধীন।
বোকারো ইস্পাত প্রকল্পের মুখ্য জনসংযোগ আধিকারিক মণিকান্ত ধন জানান, ‘‘এসএমএস (স্টিল মেল্টিং শপ) দুই এর দু’নম্বর কাস্টারের টুন্ডিশের ধাতু ফুটো হওয়ার ফলেই ওই কাস্টারে আগুন লাগে। তবে দুর্ঘটনার সময় কোনো কর্মী সেখানে উপস্থিত ছিলেন না। তাই হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। এই ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, অগ্নি নির্বাপণ বিভাগের কর্মীরা খবর পেয়েই বোকারোর ইস্পাত কারখানায় এসে দ্রুত আগুন নেভাতে সক্রিয় হন। কিন্তু ভিতরে বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় দ্রুত আগুন বেশ কিছুটা এলাকায় ছড়িয়ে পড়ে। তবে আজ সকালবেলা অবধি দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here