নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ হাওড়ার সাঁকরাইলে আলমপুর এলাকায় একটি পিচ তৈরীর কারখানায় আগুন লাগে। আগুনের তীব্রতায় চারিদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি। এই অগ্নিকাণ্ডের জেরে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানাটিতে কাজ চলছিল। এই অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলকর্মীরা খবর পেয়ে প্রথমে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যায়। পরে আরো চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। এদিকে, শ্রমিকেরা ধোঁয়া দেখেই নিরাপদ স্থানে চলে যান। কিন্তু আশপাশে বেশ কয়েকটি বড়ো বড়ো কলকারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া কাছেই একটি বিদ্যালয় রয়েছে। তাই আগুন দ্রুত ছড়ানোর আগেই দমকলকর্মীরা যথাসাধ্য তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। যদিও বড়ো ধরণের কোনো দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই অগ্নিকাণ্ড ঠিক কি কারণে ঘটেছে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। কিন্তু সমস্ত বিষয়টি ভালোভাবে জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here