চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর গত ৫ ই মে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। এরপর স্টাফ স্পেশাল ট্রেন চালু করলেও আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ট্রেন চালানোর বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেন যে, “করোনার তৃতীয় ঢেউ যেটা আসার কথা সেটা বাচ্চাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। লোকাল ট্রেনে কেউ হয়তো আসবেন। তার হয়তো বাড়িতে বাচ্চা আছে। তার থেকে বাচ্চার হবে। আগে গ্রামে ভ্যাক্সিনেশন করা হোক। এরপর লোকাল ট্রেন চালানো হবে”।
এখনও রাজ্যে ১৪ কোটির পরিবর্তে ৩ কোটি ভ্যাক্সিন পাওয়া গেছে। এখনো অবধি কলকাতায় ৭৫ শতাংশ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। হাওড়ায় ৮৫ শতাংশ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে”। ৫০ শতাংশ ভ্যাক্সিনেশন হয়ে গেলে ট্রেন চালু করে দেওয়া হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে, “আগে আমরা ঘিঞ্জি জায়গায় ভ্যাক্সিনেশনে জোর দিয়েছি। আমাদের যে পরিমাণ ভ্যাক্সিন প্রয়োজন তা পাচ্ছি না। সেটা পেলে এতদিনে অনেকটা হয়ে যেত।
যেহেতু শহর এলাকায় ঘন জনবসতি সেহেতু সেখানে আগে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। এরপর গ্রামে দেওয়া হবে। তা ছাড়া গ্রামে ফাঁকা জায়গায় মানুষ নিঃশ্বাস নিতে পারেন”।