Indian Prime Time
True News only ....

রামায়ণ নিয়ে হাস্যকর নাটক মঞ্চস্থ করার অপরাধে আর্থিক জরিমানা হলো ৮ জন ছাত্রের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ রামায়ণ নিয়ে বিতর্কিত নাটক মঞ্চস্থ করার অভিযোগে আইআইটি বোম্বের ৮ জন পড়ুয়া শাস্তির মুখে পড়লো। এদের মধ্যে চার জন পড়ুয়াকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে জরিমানা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আরও চার পড়ুয়াকে। পাশাপাশি, কয়েক জন পড়ুয়ার উপর হস্টেল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গত ৩১ শে মার্চ আইআইটি বম্বের ‘পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল (পিএএফ)’-এ ‘রাহোভান’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা, যা রামায়ণের প্যারোডি (কোনও বিষয় নিয়ে মজার ছলে বানানো সিনেমা, নাটক বা গান) বলে অভিযোগ। আইআইটি বোম্বের পড়ুয়াদেরই একাংশ ওই আট পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এর পরেই ওই আট পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন আইআইটি বম্বে কর্তৃপক্ষ।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, হিন্দু মহাকাব্যকে নিয়ে মজা করে নাটক বানানোর কারণে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের ‘অবমাননা’ করা হয়েছে। ‘নারীবাদী প্রচারের’ আড়ালে নাটকের প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে সাংস্কৃতিক মূল্যবোধকেও উপহাস করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গত ৮ মে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির বৈঠক করেন আইআইটি বম্বে কর্তৃপক্ষ। ৪ জুন তাঁদের শাস্তি ঘোষণা হয়।

জানানো হয়, অভিযুক্ত চার পড়ুয়াকে জরিমানা হিসাবে এক লক্ষ ২০ হাজার টাকা করে দিতে হবে। অন্য চার জনকে দিতে হবে ৪০ হাজার টাকা করে। ২০ জুলাইয়ের মধ্যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে এই টাকা জমা দিতে হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে এই নিয়ে হইচই পড়েছে। অনেকেই ওই আট পড়ুয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের সমর্থনে পাশেও দাঁড়িয়েছেন অনেকে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored