নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের চার মাস পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ ছিল। রথের সময়েও মন্দির ভক্তশূন্য ছিল। মন্দির খোলার প্রথমে স্থানীয়রাই প্রবেশাধিকার পাবেন। ধীরে ধীরে সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ১৬ ই আগস্ট সোমবার থেকে জগন্নাথ মন্দির খুলে দেওয়া হবে। ১৬ ই আগস্ট থেকে ২০ ই আগস্ট অবধি কেবলমাত্র স্থানীয় লোকজনরাই ঢুকতে পারবেন। আর ২৩ শে আগস্টের পর থেকে সকলকেই করোনা বিধিনিষেধ মেনে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতি সপ্তাহে শনি ও রবিবার মন্দির বন্ধ থাকবে। সপ্তাহে পাঁচ দিন সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া আরো জানানো হয়েছে যে, মন্দির চত্বরে ভিড় করা চলবে না। মন্দিরের ভেতরে কঠোর নিয়মও মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। দূরত্ববিধি মেনে নির্দিষ্ট সময়ের জন্যই দর্শন হবে। মন্দিরের ভেতরে প্রদীপ বা ফুল নিয়ে যাওয়া চলবে না। নিয়ম মতো লাইন করেই ঢুকতে হবে। ভোগ বিতরণের ক্ষেত্রেও নিয়ম মানা হবে। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, “ভক্তদের সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণই কাম্য”।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণের ঢেউ মন্দিরেও আছড়ে পড়েছিল। প্রায় দশ হাজার সেবায়েতের মধ্যে কমপক্ষে দু’হাজার জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছিল। মনে করা হয়েছিল সেবায়েতদের মধ্যে প্রসাদ বিলি করার সময়েই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই মন্দির ম্যানেজিং কমিটির তরফ থেকে মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঝে জানুয়ারী মাসে মন্দির খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রথযাত্রার সময় সেবায়েত, তাদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে কঠোর বিধিনিষেধ মেনেই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।