নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ পূর্বঘোষণা মতোই সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন নিলম্বিত (সাসপেন্ড) হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি।

ভরতপুরের এই বিধায়ক আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল— কোনও শব্দ রাখতে চান না তিনি। তাঁর কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন, “মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেছিলেন, “ দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’’

দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না-করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। দলের পতাকায় থাকবে তিন রং— হলুদ, সবুজ এবং সাদা।
Sponsored Ads
Display Your Ads Here
বেলডাঙায় প্রায় ৫ ফুট উঁচু লোহা, অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডের উপর তৈরি হয় হুমায়ুনদের মঞ্চ। সোমবার এই মঞ্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। গোটা চত্বর হুমায়ুনের নাম এবং ছবি সংবলিত পোস্টার, ব্যানারে ভরিয়ে দেওয়া হয়েছে।










