অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আর জি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি ডি বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে সুপ্রিম কোর্ট ওই মামলার শুনানির নতুন দিন ঘোষণা করলো। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘আগামী ৯ ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে।’
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। এদিন শুনানি হওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না। আর অন্য বেঞ্চের তালিকাতেও নেই।’ ফলে এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আন্দোলনকারীরা হতাশ হয়ে পড়েছিলেন। উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্যাতিতার বিচারের দাবীতে গত ৯ ই আগস্টের পর থেকে প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
গত ১৪ ই আগস্ট ‘রাত দখল’ কর্মসূচীর পাশাপাশি গতকাল রাতেরবেলাও আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর ডাক দেওয়া হয়েছিল। আর তাতে যথেষ্ট সাড়াও মিলেছিল। রাতেরবেলা ৯টার পরে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশ অন্ধকার হয়ে গিয়েছিল। সমাজের সমগ্র শ্রেণীর মানুষ মোমবাতির আলো জ্বেলে বিচারের দাবীতে একত্রিত হয়ে সোচ্চার হয়েছিলেন। আপাতত এদিনের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার এই মামলার শুনানি হতে চলেছে। এখন সমগ্র দেশ সেই শুনানির অপেক্ষায় অপেক্ষারত।
Sponsored Ads
Display Your Ads Here