পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকার একটি মাছের ভেড়ি থেকে কুলতলিকাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার গ্রেফতার হলেন। সাদ্দামের পাশাপাশি ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সাদ্দামের ভাই সাইরুল এখনো অধরা।
প্রসঙ্গত, গত সোমবার পুলিশ সাদ্দামের পয়তারহাটের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। এরপর বাড়ি ও আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরইমধ্যে সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালান। এই সুযোগে সাদ্দাম এবং সাইরুল পুলিশের হাত থেকে পালিয়ে যান। তবে সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও মাসুদা সর্দার নামে এক মহিলাকে সরকারী কাজে বাধা দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়।
পাশাপাশি সাদ্দামের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়। এমনকি তার শোয়ার ঘরের খাটের নীচে একটি সুড়ঙ্গের হদিশ মেলে। যা বাইরে একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েই এই খাল গিয়ে মাতলা নদীতে মিশেছে। ফলে কোনোরকম বেগতিক বুঝলে অভিযুক্তদের এই সুড়ঙ্গ পথে পালানো খুব সহজ। সুড়ঙ্গ থেকে একবার খালে নামলেই, ডিঙি নৌকায় চেপে সবার অলক্ষ্যে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। আর ওই রাস্তা দিয়েই সাদ্দাম পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। কিন্তু শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।