চয়ন রায়ঃ কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ অবধি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল দাগিদের তালিকা। শুরুতে ১৮০৩ জনের নাম থাকার কথা বলা হলেও তালিকা প্রকাশ হতেই দেখা গেল ১৮০৪ জনের নাম রয়েছে। তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাঁদের পাশে পরীক্ষার রোল নম্বর থাকলেও যে স্কুলে তাঁরা কর্মরত সেই স্কুলের নাম নেই। তবে যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি।
সূত্রের খবর, তালিকায় অনেক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে কুহেলী ঘোষের। তিনি আবার রাজপুর-সোনারপুরের তিনবারের তৃণমূল কাউন্সিলর। নাম রয়েছে প্রিয়ঙ্কা মণ্ডল নামে এক মহিলার। তিনিও তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এরককমই একাধিক নাম রয়েছে বলে জানা যাচ্ছে। পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। তালিকায় অঞ্চল সভাপতিরও নাম রয়েছে। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও।
পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি বলছেন, “এই নামগুলো আমরা আগেও জানতাম। আমরা বারবার চেয়েছিল লিস্ট যেন এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আমরা বারবার বলতে গিয়েছিলান বিকাশ ভবনে। আমরা বলেছিলাম আমরা জানেন কারা দাগি। লিস্টটা দিয়ে দিন। এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে ওরা লিস্ট প্রকাশ করল। লিস্ট তো বেরল, এরা পরীক্ষায় বসতে পারবে না আমরা জানতে পারলাম। কিন্তু বাকিদের চাকরি ফেরত আসবে তো?”
Sponsored Ads
Display Your Ads Here